Tech2help.tk

.....The Ultimate solution Technology....

Breaking

Sunday, January 11, 2015

Sokal Thekei Bondho(Weekend)[Unreleased]-Nachiketa with Lyric

undefinedSong Name : Sokal Thekei Bondho
Title : Weekend
Artist : Nachiketa Chakroborty
Length : 3min. 48sec
Size : 0.98MB/ 1011KB
Quality : High (Compressed)









Lyric :  উইকেন্ড


সকাল থেকেই বন্ধ, 
তোমার ফোন কাটছে তাই ছন্দ।
সকাল থেকেই বন্ধ, 
তোমার ফোন কাটছে তাই ছন্দ।
"This number has been switched off" - 
বলছে রেকর্ডেড কন্ঠ।
তবে কি ?
তবে কি বরুণের সঙ্গেই উইকেন্ড এবার?
তবে কি সময় হল আমার যাওয়ার?

সকাল থেকেই বন্ধ, 
তোমার ফোন কাটছে তাই ছন্দ।
"This number has been switched off" - 
বলছে রেকর্ডেড কন্ঠ।
তবে কি বরুণের সঙ্গেই উইকেন্ড এবার?
তবে কি সময় হল আমার যাওয়ার?


বেশ কিছুদিন ---
বেশ কিছুদিন ধরেই তোমার মনেতে মেঘ, 
আমায় ঘিরে কমার দিকেই তোমার আবেগ।
বেশ কিছুদিন ধরেই তোমার মনেতে মেঘ, 
আমায় ঘিরে কমার দিকেই তোমার আবেগ।
লাগছে কি আমায় পুরনো ?
সিগারেটের বাক্স ফুরোনো।
লাগছে কি আমায় পুরনো ?
সিগারেটের বাক্স ফুরোনো।
তাই কি বরুণের সঙ্গেই উইকেন্ড এবার?
তবে কি সময় হল আমার যাওয়ার?

জানি বরুণ -------
জানি বরুণ তোমার বস ইমিডিয়েট, 
আমি গায়ক ভবঘুরে ইডিয়েট।
জানি বরুণ তোমার বস ইমিডিয়েট, 
আমি গায়ক ভবঘুরে ইডিয়েট।
হয়তবা সবটাই পি আর,

নিছকই তোমার ক্যারিয়ার।
হয়ত
হয়তবা সবটাই পি আর,

নিছকই তোমার ক্যারিয়ার।
তাই কি বরুণের সঙ্গেই উইকেন্ড এবার?

তবে কি সময় হল আমার যাওয়ার?
সকাল থেকেই বন্ধ, 
তোমার ফোন কাটছে তাই ছন্দ।

সকাল থেকেই বন্ধ, 
তোমার ফোন কাটছে তাই ছন্দ।
"This number has been switched off" - 
বলছে রেকর্ডেড কন্ঠ।
তবে কি বরুণের সঙ্গেই উইকেন্ড এবার?
তবে কি সময় হল আমার যাওয়ার?





Visit regularly for more Song & lyric.

No comments:

/* Sitemap */