Song : Rajashree
Released Date : Unrelesased
Released Date : Unrelesased
Format : Mp3
Quality : High(Compressed)
Ripped by Nilotpol Bedi
Lyric :
হ্যালো কে? ও মন!
না না, রাজশ্রী এখন আর এখানেতে আর থাকেনা।
হ্যালো, না, জানিনা............. ঠিকানা-
বলে গেছে চললাম ছাড়াতে নিজের সীমানা।
দিন বদলে যা রাজশ্রী, আকাশ খুঁজে পা রাজশ্রী;
অস্তাচলে যা রাজশ্রী, ভৈরবীতে গা রাজশ্রী, ।
তোর বুকের গভীরে লুকিয়ে এ মাটির শেকড়।
হ্যালো, না, জানিনা............. ঠিকানা-
বলে গেছে চললাম ছাড়াতে নিজের সীমানা।
হ্যালো, কে? ও অভিমান !
কেন বার বার ফোন করে শোনাও সে রঙচটা গান ?
জীবনের একঘেয়ে গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে হয়রান।
হয়ত গিয়েছে তাই হারিয়ে খুঁজতে শুধুই এক মুঠো প্রাণ।
নয়ত থাকত বসে এলোচুলে, পা ছড়িয়ে এক কোণে।
আসবাব ভেবে শুধু অভ্যেসই হত, রাখত না কেউ আর মনে।
আমার অভিমান আর তার সম্মান, তার কাছে কোনটার টান ?
হ্যালো, কে? ও অভিমান !
কেন বার বার ফোন করে শোনাও সে রঙচটা গান ?
হ্যালো, না, জানিনা............. ঠিকানা-
বলে গেছে চললাম ছাড়াতে নিজের সীমানা।
দিন বদলে যা রাজশ্রী, আকাশ খুঁজে পা রাজশ্রী;
অস্তাচলে যা রাজশ্রী, ভৈরবীতে গা রাজশ্রী, ।
তোর বুকের গভীরে লুকিয়ে এ মাটির শেকড়।
Download Link
No comments:
Post a Comment