Song Name - Kabbyo Noy
Singer _ Nachiketa Chakraborty
Source : Chena Mukher Sari (Bengali Serial)
Lyric :
ছড়িà§Ÿে রয়েছে জীবন ইট কাঠপাথরে,
বাতাসের ছোঁà§Ÿাতে আর আকাশের চাদরে।
ছড়িà§Ÿে রয়েছে জীবন ইট কাঠপাথরে,
বাতাসের ছোঁà§Ÿাতে আর আকাশের চাদরে।
প্রেমিকার আলিঙ্গনে শ্বাপদের আঁচড়ে,
সূর্যের উত্তাপে আর রাত্রির আদরে।
কখনো সে কাব্যে à¦à¦°া, কখনো
রক্তময়।
কাব্য নয় ! কাব্য নয় !
চেনা চেনা মুখের সারি-তবুও তো চেনা নয়,
সবটুকু চিনতে ফুরোà§Ÿ জ়ীবনের সঞ্চয়
চেনা মুখও হয় অচেনা যুদ্ধের প্রান্তরে,
বিছানার চেনা মানুষ অচেনা সে অন্তরে
কখনো সে দৃপ্ত পাà§Ÿে, কখনো
সংশয় ।
Visit regularly for more Song/lyric e.t.c.
Last Update - 01.07.15
No comments:
Post a Comment