হতে পারতো অনেক কিছুই,
হতে পারতো সবি ভাল,
এসে পড়তো রোদের ছটা,
যখন মনের আকাশ কালো ।
তাই তোমার আশায় থাকি,
আমি অন্ধকারের পাখি,
উড়ে যাবেই চলে গায়বে পাখি সেকল ভাংগার গান,
আমি পারবোনা,পারবোনারাখতে প্রেমের মান।
ভালবাসা প্রতিস্রুতি গাল ভরা কথা,
আচলে আমায় ধরেছ জমবে বুকে ব্যথা।
ভালবাসা বাচেনা শর্তের শাসনে,
গেলযে পরাণটা গেল আচলের বাধনে।
তবু সবুজ ছবি আকো, আর মনে মনে ডাকো,
আমি আসবোনা শুনবোনা ভালবাসার গান,
আমি পারবোনা,পারবোনারাখতে প্রেমের মান।
হতে পারতো অনেক কিছুই,
কিছু হবেনা তাও জানি, হ
ওয়ার মদ্ধে হতে পারে তোমারি হয়রানি।
আমি পরকিয়াই যাবো,
তোমার প্রেমের নাম ডোবাবো,
তুমি জানো চাতুরি ছলনার পথেয় আমি যাবো।
তবু আশায়ও বুক বাধো, কতো কাদো কতো সাধো ।
আমার ঘরে ফেরার আশাতে গাও ঘরে ফেরার গান,
আমি পারবোনা,পারবোনারাখতে প্রেমের মান।
হতে পারতো সবি ভাল,
এসে পড়তো রোদের ছটা,
যখন মনের আকাশ কালো ।
তাই তোমার আশায় থাকি,
আমি অন্ধকারের পাখি,
উড়ে যাবেই চলে গায়বে পাখি সেকল ভাংগার গান,
আমি পারবোনা,পারবোনারাখতে প্রেমের মান।
ভালবাসা প্রতিস্রুতি গাল ভরা কথা,
আচলে আমায় ধরেছ জমবে বুকে ব্যথা।
ভালবাসা বাচেনা শর্তের শাসনে,
গেলযে পরাণটা গেল আচলের বাধনে।
তবু সবুজ ছবি আকো, আর মনে মনে ডাকো,
আমি আসবোনা শুনবোনা ভালবাসার গান,
আমি পারবোনা,পারবোনারাখতে প্রেমের মান।
হতে পারতো অনেক কিছুই,
কিছু হবেনা তাও জানি, হ
ওয়ার মদ্ধে হতে পারে তোমারি হয়রানি।
আমি পরকিয়াই যাবো,
তোমার প্রেমের নাম ডোবাবো,
তুমি জানো চাতুরি ছলনার পথেয় আমি যাবো।
তবু আশায়ও বুক বাধো, কতো কাদো কতো সাধো ।
আমার ঘরে ফেরার আশাতে গাও ঘরে ফেরার গান,
আমি পারবোনা,পারবোনারাখতে প্রেমের মান।
No comments:
Post a Comment