Artist -Naciketa Chakraborty
Released - Un-released/YouTube released
Duration - 5 mins 40 sec
Size - 1.38 MB[Highly Compressed]
Size - 1.38 MB[Highly Compressed]
Lyric (হাল্লা বোল) -
বিশ্বস্ত সূত্রে খবর : আমাদের দেশ ভারতবর্ষ একটি গরীব দেশ
হলেও কিছু ভারতীয় মোটেই গরীব নয়। কারণ, আমাদের দেশের দু'শ আশি লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পড়ে
আছে শুধু শুধু। এ টাকা আমাদের দেশে থাকলে তিরিশ বছর কাউকে কোনো ট্যাক্স দিতে হত না, ষাট কোটি মানুষের চাকরি হতে পারতো।
কিসমাত কে মুঠোয় রেখে ঝড়ের মুখে -
হাল্লা বোল
জীবনেতে না পাওয়া হাজার সুখে - হাল্লা
বোল
ভুলে যা, যা ভুলে যা দুনিয়াদারী পাগল
রোজ রোজ মরার চেয়ে একদিন বাঁচাই হোক
সম্বল।
নিপাত যাক রাজনীতিক, মন্ত্রী, সব গন্ডগোল;
সব শুয়োরের বাচ্চারাই করাপ্টেড, দেশটা পিঁজরা পোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল ।
বিশ্বস্ত সূত্রে আরো খবর যে দু'শ আশি আশি লক্ষ কোটি টাকা যা সুইস
ব্যাংকে শুধু শুধু পড়ে আছে, এ
টাকা যদি আমাদের দেশে থাকত, তাহলে
পাঁচশটি সামাজিক প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ হতে পারত, আগামী ষাট বছর প্রতি নাগরিক দু'হাজার করে টাকা মাসিক ভাতা পেতে পারত।
কয় হাজার কোটি টাকা রাজকোষ থেকে হচ্ছে
ফাঁকা
করছে কে চুরি জানার সবার আছে অধিকার।
কে করবে চোরের বিচার, কিসে হবে এর প্রতিকার
সে টাকা ফেরত পাওয়ার সবার আছে অধিকার
নইলে কিসের সংবিধানের বাতেলা - হাল্লা বোল
মিটে যাক রোজকার ঝামেলা - হাল্লা বোল ।
ভুলে যা, যা ভুলে যা দুনিয়াদারী পাগল
রোজ রোজ মরার থেকে একদিন বাঁচাই হোক সম্বল।
নিপাত যাক রাজনীতিক, মন্ত্রী, সব গন্ডগোল;
সব শুয়োরের বাচ্চারাই করাপ্টেড, দেশটা পিঁজরা পোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল ।
বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে যে , দু'শ আশি আশি লক্ষ কোটি টাকা যা সুইস
ব্যাংকে পড়ে আছে, এ
টাকা যদি আমাদের দেশে থাকত, তাহলে
আমাদের দেশের যেকোনো প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী দিল্লী পর্যন্ত ফোর লেন হাইওয়ে
তৈরী হতে পারতো, বিদেশী
ঋণের, কোন প্রয়োজনই হত না। আমাদের
দেশের টাকা আমাদের দেশের পলিটিশিয়ানরা কিভাবে নয় ছয় করছে তা জেনে নিন। এসব
ছদ্মবেশী শয়তান দের চিহ্নিত করুন।
গোটা দেশটাই বাঁশের খাঁচা,
ফাটছে জনতার পাছা
অখন্ড মুক্তি খোঁজার সবার আছে অধিকার।
ঘুষ আজ জাতীয় আহার, হাজার কমিটির বাহার
ফলাফলে বিরাট শূণ্য, দু'চোখে জমাট আঁধার
কিসের লোকপাল, আল বালছাল বাতেলা - হাল্লা বোল
গোটা দেশ জুড়ে ছুটছে মৃত্যুর কাফেলা-হাল্লা
বোল
ভুলে যা, যা ভুলে যা দুনিয়াদারী পাগল,
রোজ রোজ মরার চেয়ে একদিন বাঁচাই হোক
সম্বল।
নিপাত যাক রাজনীতিক, মন্ত্রী, সব গন্ডগোল;
সব শুয়োরের বাচ্চারাই করাপ্টেড, দেশটা পিঁজরা পোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল ।
কিসমাত কে মুঠোয় রেখে ঝড়ের মুখে -
হাল্লা বোল
জীবনেতে না পাওয়া হাজার সুখে - হাল্লা
বোল
ভুলে যা, যা ভুলে যা দুনিয়াদারী পাগল,
রোজ রোজ মরার চেয়ে একদিন বাঁচাই হোক
সম্বল ;
নিপাত যাক রাজনীতিক, মন্ত্রী, সব গন্ডগোল;
সব শুয়োরের বাচ্চারাই করাপ্টেড, দেশটা পিঁজরা পোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল
হাল্লা হাল্লা হাল্লা বোল ।
ভেবে দেখুন দু'শ আশি লক্ষ কোটি টাকা।
অর্থাৎ, দুই- আট- শূণ্য - শূণ্য - শূণ্য -
শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য - শূণ্য -
শূণ্য - শূণ্য !
Download Link -
Click Here to download
or, Listen this music from Here
Click Here to download
or, Listen this music from Here
Visit regularly for more Song & lyric.
For Any Solution-
Mail Me - npb@solution4u.com
or,FACEBOOK
or. TWITTER
No comments:
Post a Comment