Album Name : Ei Besh Bhalo Achi
Artist :Nachiketa Chakraborty
Release Date : 1993
Genre : Jeebanmukhi
Note : It is the first album of Nachiketa Chakraborty which made him so much popular.
If you like this song plz buy original album to help artist .
Lyric ::
Bengali Front
অ্যালবাম: এই বেশ ভালো আছি
-----------------------------------
এই বেশ ভাল আছি !
এই বেশ ভাল আছি,
কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই,
অফিস-কাচারী নেই, হাজিরা-কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই,
সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে -
গিন্নীর রাগ নেই, টেলিফোনে ডাক নেই,
শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই,
এক-চার-চার ধারা, ফুটপাথে থাকে যারা,
কেউ কোথ্থাও নেই, নেই নেই কিছু নেই;
তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই–
দু'নয়নে
ভয় আছে, মনে সংশয় আছে,
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে!
তাই,
ভয়
আছে দু'নয়নে ভয় আছে,
মনে সংশয় আছে।
দু'নয়নে
ভয় আছে
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে,
শ্যাম
আছে, কোরান-ইসলাম আছে,
রক্তলোলুপ কিছু হায়েনা।।
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে,
শ্যাম
আছে, কোরান-ইসলাম আছে,
রক্তলোলুপ কিছু হায়েনা।।
এদেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে।
তাই,
ভয়
আছে দু'নয়নে ভয় আছে,
মনে সংশয় আছে।
দু'নয়নে
ভয় আছে,
মনে সংশয় আছে।
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে!
তাই,
ভয়
আছে দু'নয়নে ভয় আছে,
মনে সংশয় আছে।
দু'নয়নে
ভয় আছে
এই বেশ ভাল আছি!
ভাবার সময় আছে, তবুও ভাবনা নেই,
পার্কে তে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই,
উঠতি যুবকদের যাতনার সীমা নেই,
শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই,
যুবতীর কটাক্ষ চিঁড়ে দেয় এ বক্ষ, হায়রে!
এমন দিনে সেই অবকাশ নেই,
চাল নেই,
ডাল
নেই, পয়সার দাম নেই,
তবুও টিভিস্ক্রীনে খেলার বিরাম নেই।
নেই নেই কিছু নেই,
তবুও তো আছে কিছু,
বলতে যা বাধা নেই –
দু'নয়নে ভয় আছে,
মনে সংশয় আছে।
দু'নয়নে
ভয় আছে,
মনে সংশয় আছে।
দু'নয়নে
ভয় আছে,
মনে সংশয় আছে।
দু'নয়নে
ভয় আছে
![]() Download link |
Ei Besh Bhalo Aachhi
Size:: 3.04 MB
Size:: 3.04 MB
Visit regularly for more Update
For Any Solution-
Mail us - contact@tech2help.tk
Last Update - 3/9/15