Lyric, Singer & Composer - Nachiketa
Album - Ei agune Haat Rakho
Song -Tumi Asbe Bolei
Genres - JeebanMukhi/Revolutionary
Year - 2004
Lyric -
তুমি আসবে বলেই
আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয় নি
তুমি আসবে বলেই কৃষ্ণচুড়ার ফুলগুলো ঝরে যায় নি
তুমি আসবে বলেই -
তুমি আসবে বলেই অন্ধ কানাই বসে আছে, গান গায় নি
তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায় নি
তুমি আসবে বলেই -
তুমি আসবে বলেই জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে
তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে
তুমি আসবে বলেই আগামী বলছে— দেখতে আসবো তোকে
তুমি আসবে বলেই-
তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায় নি
তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায় নি
তুমি আসবে বলেই-
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কতো না ভণ্ড বাবা
তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই-
তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শিস্ দিতে দিতে দ্যায় নি
তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয় নি
তুমি আসবে বলেই...
Have you guess who/what things is referred to here as You(তুমি) ?Must Comment .
Visit regularly for more Update
For Any Solution-
Mail us - contact@tech2help.tk
Last Update - 3/9/15